১১ টি পদে ২৭৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নির্বাচন কমিশন
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হবে। ১১টি পদে সর্বমোট ২৭৩ জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোরকিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহকারী, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদন চাওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
পদসংখ্যা
সর্বমোট ২৭৩ জন।
যোগ্যতা
বিভিন্ন পদে আবেদনের যোগ্যতা বিভিন। স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে http://ecs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ৪ আগস্ট, ২০২০ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩ সেপ্টেম্বর, ২০২০ বিকেল ৫টায়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৯ জুলাই, ২০২০।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন